প্রকাশিত: Sat, Dec 16, 2023 7:01 PM আপডেট: Sat, Dec 6, 2025 2:23 PM
[১] দেশব্যাপী নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত
জসিম উদ্দিন: [২] দিবসটি উপলক্ষে আনন্দ র্যালি, শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ, আলোচনাসভাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। প্রতিনিধিদের পাঠানো তথ্য:
[৩] চট্টগ্রাম প্রতিনিধি এম আর আমিন জানান- সূর্যোদয়ের পর নগরীর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে শেখ রাসেল চত্বরে ৩১ বার তোপধ্বনি দেওয়া হয়। নগরীর মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজে নির্মিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়। প্রথমে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে সশস্ত্র অভিবাদন জানানো হয়। এরপর শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী। পরবর্তীতে কমিশনার দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্সে নির্মিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে 'জনক চত্বর'-এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম, সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়, জেলাপ্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরে আলম মিনা, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এম শফিউল্লাহ একে একে শ্রদ্ধা নিবেদন করেন।
[৪] গাজীপুর প্রতিনিধি এ এইচ সবুজ জানান- বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট: যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে (বারি) বিজয় দিবস উদ্যাপিত হয়েছে। ইনস্টিটিউটের কাজী বদরুদ্দোজা মিলনায়তনে আলোচনা সভা, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধাণ অতিথি ছিলেন বারি’র মহাপরিচালক ড.দেবাশীষ সরকার। বাংলাদেশ উন্মুক্ত বিশ^বিদ্যালয়: মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ উ›মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার এর নেতৃত্বে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শরউদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন-বাউবি’র উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. নাসিম বানু, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন, ট্রেজারার অধ্যাপক মোস্তফা আজাদ কামাল, রেজিস্ট্রার ড. মহা শফিকুল আলমএ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট: বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে (ব্রি) মহান বিজয় দিবস উদ্যাপিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন ব্রি’র মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীর।
[৫] ময়মনসিংহ প্রতিনিধি আব্দুল্লাহ আল আমীন জানান- সূর্যোদয়ের পর ময়মনসিংহের মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সংসদ সদস্য (সংরক্ষিত মহিলা আসন) মনিরা সুলতানা মনি, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু,ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া,¯’ানীয় সরকার বিভাগের পরিচালক ফরিদ আহামদ, ময়মনসিংহ জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম প্রমুখ। এরপর ময়মনসিংহ জেলা পুলিশ লাইন্সে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে নির্মিত ‘চেতনায় অম্লান’ এ পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রেঞ্জ ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সকাল ৮ টায় নগরীর রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, সম্মিলিত কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন অনুষ্ঠিত হয়। এসময় অভিবাদন মঞ্চে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি শাহ আবিদ হোসেন বিপিএম (বার)।
[৬] খুলনার প্রতিনিধি জাফর ইকবাল অপু জানান- ১৬ ডিসেম্বর শনিবার উৎসবমুখর পরিবেশে খুলনা বিশ্ববিদ্যালয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়। দিবসটি উপলক্ষ্যে সকাল ৬.৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের সম্মুখে উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ শোভাযাত্রাসহ ক্যাম্পাসে মুক্তিযুদ্ধের ভাস্কর্য অদম্য বাংলা চত্ত্বরে পৌঁছান।বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য সর্বপ্রথম মুক্তিযুদ্ধের ভাস্কর্য অদম্য বাংলায় শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। শ্রদ্ধা নিবেদনকালে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, বিভিন্ন স্কুলের ডিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) উপস্থিত ছিলেন।
[৭] মানিকগঞ্জ সিংগাইর প্রতিনিধি মোস্তাক আহম্মেদ জানান- মহান বিজয় দিবসে সিংগাইর প্রেস ক্লাবের পক্ষ থেকে যথাযথ মর্যাদা ও জাঁকজমকপূর্ণ উৎসবমুখর পরিবেশে ৫২তম মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর ম্যূরালে পুষ্পমাল্য অর্পণ করে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
[৮] রাঙামাটি কাপ্তাই প্রতিনিধি ঝুলন দত্ত- শনিবার দিকে কাপ্তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে কর্নফুলি শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য মার্চপাস্ট,শিশু কিশোর সমাবেশ,কুচকাওয়াজ, মুক্তিযোদ্ধা সংবর্ধনা, ক্রীড়া প্রতিযোগিতা, যেমন খুশি তেমন সাজ প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
[৯] মৌলভীবাজার প্রতিনিধি স্বপন দেব জানান- স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে মহান বিজয় দিবসে শহীদদের শ্রদ্ধা নিবেদন করেছেন মৌলভীবাজারের সর্বস্তরের মানুষ। শনিবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে মৌলভীবাজারের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেছেন জেলার বীরমুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও স্কুল কলেজের শিক্ষার্থী।
[১০] যশোর কেশবপুরে প্রতিনিধি আব্দুল করিম জানান- উপজেলা প্রশাসনের আয়োজনে যাথাযোগ্য মর্যাদায় শনিবার মহান বিজয় দিবস ২০২৩ পালিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো. তুহিন হোসেনের সভাপতিত্বে পাবলিক ময়দানে জাতীয় পতাকা উত্তোলন কুচকাওয়াজ, আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
[১১] ফেনী প্রতিনিধি এমরান পাটোয়ারী জানান- মহান বিজয় দিবস উপলক্ষে ফেনী জয়নাল হাজারী কলেজে কাবাডি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। কলেজ মাঠে আয়োজিত কাবাডি প্রতিযোগিতায় অংশ নেয় জয়নাল হাজারী কলেজের দ্বাদশ শ্রেণির প্রথম বর্ষের একটি টিম ও ও ২য় বর্ষ একটি টিম অংশ নেন। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কলেজের সভাপতি শুসেন চন্দ্র শীল। কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা কমিটির সদস্য দেলোয়ার হোসেন ডালিম।
[১২] বগুড়া প্রতিনিধি আইনুর ইসলাম জানান-বগুড়ায় মুক্তিযুদ্ধে প্রথম শহীদ তোতা মিয়ার পরিবারের সদস্যকে সম্মাননা প্রদান করেছে পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি। বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে মুক্তিযুদ্ধে প্রথম শহীদ তোতা মিয়ার পরিবারের সদস্য আঞ্জুআরা বেগমের হাতে ফুল, ক্রেস্ট ও আর্থিক সম্মানী তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ডেজিগনেট) প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আনসার আলী তালুকদার, বিওটি ভাইস চেয়ারম্যান রোটা: ডা. মো. মতিউর রহমান, বিওটি সদস্য প্রফেসর ড. মোহা. হাছানাত আলী এবং বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মুহা. সুজন শাহ-ই-ফজলুল। এছাড়াও মহান বিজয় দিবস উপলক্ষ্যে শনিবার পিইউবিতে অন্যান্য অনুষ্ঠানসূচির মধ্যে ছিল- জাতীয় পতাকা উত্তোলন, বিজয় র্যালি, পুষ্পস্তবক অর্পণ, শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা।
[১৩] নেত্রকোনা প্রতিনিধি জানান- মহান বিজয় দিবস উপলক্ষে আব্দুর রহমান ফাউন্ডেশন বাংলাদেশের আয়োজনে শিশুদের আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এআরএফবি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দিলওয়ার খানের সভাপতিত্বে এআরএফবি গ্রন্থাগার হল রুমে শিশুদের কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে ছিলেন সাপ্তাহিক কৃষকের বাণীর সম্পাদক আলী আমজাদ মাস্টার, বিশেষ অতিথি ছিলেনএআরএফবি গ্রন্থাগার সভাপতি মনজুরুল হক খান।
[১৪] মাদারীপুর প্রতিনিধি সাবরীন জেরীন জানান- মহান বিজয় দিবসে মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন, জেলা প্রশাসক মারুফুর রশিদ খান, বিচার বিভাগ,মাদারীপুরের পক্ষ থেকে শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধায় ফুলেল শুভে”ছা দিয়েছেন, মাদারীপুর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট,মামুনুর রশীদ ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাজিদ-উল- হাসান চৌধুরী, এরপর জেলা পরিষদের চেয়ারম্যান মুনীর চৌধুরী, পুলিশ সুপার মাসুদ আলমসহ পর্যায়ক্রমে মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন।
[১৫] চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো. আসাদুল্লাহ জানান-নানা কর্মসূচির মধ্যদিয়ে জেলায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের পুরাতন স্টেডিয়ামে সূর্যোদয়ের সঙ্গে ৩১ বার তপোধ্বনির মধ্যদিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শহীদ স্মৃতি নামফলকে এবং পরে সরকারী কলেজে সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।সংসদ সদস্য আব্দুল ওদুদ, জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন, পুলিশ সুপার ছাইদুল হাসান, বীর মুক্তিযোদ্ধাবৃন্দসহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক বিভিন্ন সংগঠন, সরকারি-বেসরকারি দপ্তর, সাধারণ মানুষের পক্ষ থেকেও স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
[১৬] বগুড়া প্রতিনিধি আইনুর ইসলাম জানান-বগুড়ায় মুক্তিযুদ্ধে প্রথম শহীদ তোতা মিয়ার পরিবারের সদস্যকে সম্মাননা প্রদান করেছে পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি। বিশ শহীদ তোতা মিয়ার পরিবারের সদস্য আঞ্জুআরা বেগমের হাতে ফুল, ক্রেস্ট ও আর্থিক সম্মানি তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ডেজিগনেট) প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আনসার আলী তালুকদার, বিওটি ভাইস চেয়ারম্যান রোটা: ডা. মো. মতিউর রহমান, বিওটি সদস্য প্রফেসর ড. মোহা. হাছানাত আলী এবং বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মুহা. সুজন শাহ-ই-ফজলুল। এছাড়াও মহান বিজয় দিবস উপলক্ষ্যে শনিবার পিইউবিতে অন্যান্য অনুষ্ঠানসূচির মধ্যে ছিল- জাতীয় পতাকা উত্তোলন, বিজয় র্যালি, পুষ্পস্তবক অর্পণ, শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা।
[১৭] মাগুরা প্রতিনিধি মো. সাইফুল্লাহ জানান- প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা হয়। সকাল ৭ টায় স্থানীয় মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পুষ্পমাল্য অর্পণে নেতৃত্ব দেন উপজেলা চেয়ারম্যান মিয়া মাহমুদুল গণি শাহিন, উপজেলা নির্বাহী অফিসার মমতাজ মহল, সহকারী কমিশনার (ভূমি) শ্যামানন্দ কুন্ডু, থানার ওসি শেখ তাসমীম আলম, উপজেলা আওয়ামলীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক ও নাকোল ইউপি চেয়ারম্যান হুমাউনুর রশিদ মুহিত প্রমুখ।
[১৮] গুইমারা(বান্দরবান) প্রতিনিধি আবদুল আলী জানান- গুইমারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন,পুলিশ,আনসার-ভিডিপি,স্কুল-কলেজ,মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানের সমন্বয়ে কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শনী হয়। এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মেমং মারমা। গুইমারাবাসীকে বিজয়ে দিবসের শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী।
[১৯] সিলেট প্রতিনিধি প্রতিনিধি আশরাফ চৌধুরী রাজু জানান- চৌহাট্টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সূর্যোদয়ের সাথে সাথে সিলেট জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডের শ্রদ্ধাঞ্জলি অর্পণের মধ্যদিয়ে বিজয় দিবসের শ্রদ্ধা নিবেদন পর্ব শুরু হয়। এরপর ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী, এনডিসি, ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, বিপিএম (বার), পিপিএম, পুলিশ কমিশনার মো. জাকির হোসেন খান, পিপিএম-সেবা, জেলা প্রশাসক শেখ রাসেল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। এছাড়াও স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গসংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
[২০] লালমোহন( ভোলা) প্রতিনিধি ইউসুফ আহমেদ জানান- যথাযোগ্য মর্যাদায় ভোলার লালমোহন উপজেলায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। ১৬ ডিসেম্বর দিনের প্রথম প্রহরে লালমোহন উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয় প্রাঙ্গনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, থানার মোড়ে শহীদ স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণ এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পার্ঘ্য অর্পণ করেন ভোলা -৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।
[২১] বান্দরবানের থানচি প্রতিনিধি রেমবো ত্রিপুরা জানান- সারাদেশে ন্যায় বান্দরবানের থানচিতে মহান বিজয় দিবস উপলক্ষে যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্ভীর্য পরিবেশে পালন করা হয়েছে। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের আদর্শ, চেতনা ধারণ ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার এবং বিজয় দিবসে তাৎপর্য বিষয়ক আলোচনা, উপজেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান থোয়াইহ্লামং মারমা।